কে?

রচিল ধরা ধাম এত সুশ্ৰী করি?
কাহার আদেশে হয় দিবস শর্ব্বরী?
চন্দ্র সূর্য্য গ্রহ তার নিখিল ভুবন,
কাহার আদেশ মানি চলে অনুক্ষণ?
বসন্ত শরত এসে অবনী মণ্ডলে,
কাহার চরণ পূজে শতদল দলে?
দয়েল পাপিয়া শ্যামা বসি তরু ডালে,
কাহার উদ্দেশে এত সুধারাশি ঢালে?
রাশি রাশি ফুল ফল আনন্দিত মনে,
সতত ঝরিয়া পড়ে কাহার চরণে?
সমীর কাহার আশে দুরিয়া বেড়ায়,
কোকিল আকুল প্রাণে কার গুণ গায়?
তটিনী ছুটিয়া যায় কার অন্বেষণে,
কেবা সে মিশিয়া আছে এ প্রাণের সনে?
বিষয় বৈভবে মজে ওরে মুগ্ধ মন,
একবার খুঁজিলে না সে জন কেমন?