কল্পনা

এ ঘোর নিশীথে কে তুমি আসিলে,
এ ঘোর নিশীথে কে তুমি ডাকিলে?-
তুমি কি আমার প্রাণের মণি?
তুমি কি আমার রতনের মালা-
তুমি কি আমার সৌন্দর্য্যের ডালা?
তুমি কি আমার প্রেমের খণি?
বারেক তোমার মুখপানে চেয়ে,
বারেক তোমার সুধা গান গেয়ে,
পলকে হই যে আপন হারা।
অশনে বসনে শয়নে স্বপনে,
তব মুখ জ্যোতিঃ পড়ে সদা মনে,
তব প্রেম-স্মৃতি অমৃত-ধারা!
তব সনে যবে নিকুঞ্জ কাননে,
তব সনে যবে নিথর গগনে,
তব সনে যবে তটিনী কূলে!
কি সুখ তখন চাঁদের কিরণে,
কি সুখ তখন কোকিল কূজনে,
কি সুখ তখন সুরভি ফুলে!
তব সনে যবে সমর প্রাঙ্গনে
তব সনে যবে দীপ্ত হতাশনে
তব সনে যবে মরণ-পথে,
কি সুখ তখন অস্ত্রের ঝণনে,
কি সুখ তখন কামান গর্জ্জনে,
কি সুখ তখন শোণিত-স্রোতে!
তুমি শৈশবের খেলার সঙ্গিনী-
তুমি যৌবনের জীবন-তোষিণী,
বার্ধক্যের তুমি জপের মালা!
তুমি যদি থাক প্রাণের নিকটে,
তুমি যদি থাক হৃদয়ের পটে,
না থাকে আমার যাতনা জ্বালা।
তুমি সমীরের সুরভি নিশ্বাসে,
তুমি বিরহীর আকুল উচ্ছাসে,
তুমি প্রেমিকের চুম্বন সুখে!
জীবন সাগরে তুমি ধ্রুবতারা,
তোমা বিনে আমি হই আত্মহারা,
কবির সমাধি তোমারি বুকে!