অচেনা পথিক

অচেনা পথিক আমি
এ’সেছি তোদের দ্বারে!
আমার বলিতে আর,
নাহি কেহ এ সংসারে!
ভাঙ্গা প্রাণ নিয়ে আমি,
এসেছি তোদের কাছে!
তোরা ভিন্ন এ জগতে,
কে আর আমার আছে!
তোরা যদি দয়া করে
নাহি দিস স্নেহ-কণা
অতীতে মিশিয়ে যাব
আমি আর বাঁচিব না!
ভেবে ভেবে দিবা নিশি
ভাসি আমি অশ্রু-ধারে!
অচেনা পথিক আমি
এসেছি তোদের দ্বারে!


তোরা কি দিবিনা মোর
মুছায়ে আঁখির জল?
তোরা কি লবি না কোলে
দিয়া স্নেহ পরিমল?
অচেনা পথিক বলে
দিবি নে আশ্রয় মোরে?
এই ভাবে কত কাল,
কাটাইব দ্বারে দ্বারে?
দূর হতে দেখে মোরে,
কত ডাক্ ডেকেছিলি!
আমি ত পথিক সেই,-
এখনি তা’ ভুলে গেলি?
খুলে দে দ্বারের খিল,
ডাকি আজি বারে বারে!
অচেনা পথিক আমি
এ’সেছি তোদের দ্বারে!


প্রাণের অশান্তি নিয়ে,
যাই আমি যথা তথা!
কেউত বুঝে না মোর,
প্রাণের গভীর ব্যথা!
ডাকিলে চিনে না কেউ
চায়না নয়ন তুলে!
বিদেশী পথিক আমি
আসিয়াছি পথ ভুলে!
এমনি নিঠুর তোরা,
নাহি কিছু দয়া মায়া!
দেবতার বেশে যেন
পিশাচের পদ ছায়া!
খুলে দে দ্বারের খিল
কত ডাক্‌ ডাকি হারে,
অচেনা পথিক আমি
এসেছি তোদের দ্বারে!


উপরে গর্জ্জিছে বজ্র
ভীম নাদে “কড় কড়”
পদ তলে গর্জ্জে সিন্ধু,
প্রাণ কাঁপে থর থর!
তাহে কত বিষধর
আসিছে বিস্তারি ফণা!
বারেক দংশিলে মোরে
আমি আর বাঁচিব না!
দাঁড়াতে পারিনে আর
লুটায়ে পড়িনু ভূমে!
পথিক ডাকিছে দ্বারে
কত আর রবি ঘুমে?
খুলে দে ঘরের খিল্‌
ডাকিতে যে পারিনারে!
অচেনা পথিক আমি
এসেছি তোদের দ্বারে!