প্রার্থনা


বিভো, দেহ হৃদে বল!
না জানি ভকতি, নাহি জানি স্তুতি,
কি দিয়া করিব, তোমার আরতি,
আমি নিঃসম্বল!
তোমার দুয়ারে, আজি রিক্ত করে,
দাড়ায়েছি প্রভো, সঁপিতে তোমারে
শুধু তপ্ত আঁখি জল,
দেহ হৃদে বল!


বিভো, দেহ হৃদে বল!
দারিদ্র-পেষণে, বিপদের ক্রোড়ে,
অথবা সম্পদে, সুখের সাগরে,
ভুলিনি তোমারে এক পল!
জীবনে মরণে, শয়নে স্বপনে
তুমি মোর সাথের, সম্বল;
দেহ হৃদে বল!


বিভো, দেহ হৃদে বল!
এ নিখিল বিশ্বে, তোমারি মহিমা,
গাইছে সতত, তপনচন্দ্ৰমা-
গ্রহ-উপগ্রহ জ্যোতিঙ্ক মণ্ডল!
তোমারি করুণা শিশিরের বিন্দু,
তোমারি জ্যোতিতে পূর্ণিমার ইন্দু
এত সমুজ্জ্বল!
দেহ হৃদে বল!


বিভো, দেহ হৃদে বল!
কত জাতি পাখী, নিকুঞ্জ বিতানে
সদা আত্মহারা তব গুণ গানে,
আনন্দে বিহ্বল!
ভুলিলে তোমারে, প্রাণে অবসাদ,
তরু লতা-শিরে, তোমারি প্রসাদ
চারু ফুল ফল!
দেহ হবে বল!


বিভো, দেহ হৃদে বল!
তব প্রীতি বিনে প্রাণ হীন ধরা,
তুমি সৌন্দর্য্যের জীবন্ত ফোয়ারা,
শান্তি-শতদল!
তোমারি প্রণয়ে, বিমুগ্ধ হৃদয়ে
নির্ঝরিণী করে “কল কল”!
দেহ হৃদে বল!


বিভো, দেহ হৃদে বল!
তুমি প্রেমময়, করুণা-নিলয়,
তব দ্বারে কেহ নিরাশ ত নয়,
পতিত-পাবন তুমি!
আমি মুর্খ নর, কি চিনিব তোমা,
হৃদয়ে আমার অশান্তির অমা,
তুমি প্রাণে জ্যোতিঃ সমুজ্জল!
দেহ হৃদে বল!


বিভো, দেহ হৃদে বল!
তুমি নিরাকার, অথচ সাকার,
তুমি সর্ব্বব্যাপী, শক্তি-মূলাধার
অনাদি অনন্ত তুমি!
তব স্নেহ-ক্রোড়ে লইলে আশ্রয়
না থাকে জীবনে মরণের ভয়,
তুমি নাথ, ভকত বৎসল!
দেহ হৃদে বল!


বিভো, দেহ হৃদে বল!
গোধূলির ভালে তুমি স্বর্ণ ছটা
প্রভাতে বালার্ক, সিন্দুরের ফোটা,
বর্ষায় বৃষ্টির জল!
বিশ্বরূপী তুমি, বিশ্ব তব রূপ,
কৰ্ম্ম তব রাজ্য, তুমি তার ভূপ,
সকলি তোমার ছল!
দেহ হৃদে বল!


বিভো, দেহ হৃদে বল!
তোমারি নিশ্বাস বসন্তের বায়ু,
তব স্নেহ কণা জগতের আয়ু,
তব নামে অশেষ মঙ্গল!
গভীর বিষাদে, বিপদের ক্রোড়ে,
একাগ্র হৃদয়ে স্মরিলে তোমারে
নিতে শোকানল!
দেহ হৃদে বল!

১০
বিভো, দেহ হৃদে বল!
তোমার ক্রোধাগ্নি অশনি ভীষণ,
তব প্রেমামৃত চন্দ্রমা কিরণ,
তোমারি সৃজিত ভূমণ্ডল!
সৃষ্টি স্থিতি লয়, তোমারি রহস্য,
তোমারি কৌশল!
দেহ হৃদে বল!

১১
বিভো, দেহ হৃদে বল!
তোমার রহস্য, কি বুঝিবে নর?
ভাবিলে সে কথা, শিহরে অন্তর,
জ্ঞানের অতীত তুমি!
কারে বা করুণা, কারে অগ্নি কণা,
কারে বা প্রেমের অমৃত ঝরণা,
পাপ পুণ্য ফল!
দেহ হৃদে বল!

১২
বিভো, দেহ হৃদে বল!
তব আশীর্ব্বাদ ল’য়ে শিরে। পরে
তব পুতনাম স্মরিয়া অন্তরে,
পশিনু জীবন-রণে!
ছ’টি ভীম দস্যু দলি পদ ভরে
পারি যেন নাথ সাধিতে সংসারে
জীবের মঙ্গল!
দেহ হৃদে বল!