প্রার্থনা


নাথ, ভুল না, আমারে তুমি!
তব দয়া বিনে, আঁধার জীবনে,
যাইব কেমনে এ বিশ্ব ভবনে
শুনি না শ্রবণে হেরি না নয়নে
অন্ধ ও বধির আমি!
ভুল না আমারে তুমি!


নাথ ভুলনা আমারে তুমি!
আমি পাপী তাপী, নাহি পুণ্য লেশ,
হৃদয়ে আমার অশান্তির শেষ,
দেহ পদ ছায়া হে প্রিয় প্রাণেশ,
তুমিই আমার স্বামী!
তুমিই আমার জীবনের ধন,
তুমিই আমার বাঞ্ছিত রতন
তুমিই আমার শান্তি নিকেতন,
তোমারি চরণে নমি!
ভুল না আমারে তুমি!


নাথ ভুল না আমারে তুমি!
এ সৌরজগতে যেই দিকে চাই,
তোমারি মহিমা দেখিতে যে পাই,
তুমি ভিন্ন ভাবে আর কিছু নাই,
অন্তরে বাহিরে তুমি!
তোমারি চরণে লইলে আশ্রয়,
ঘু’চে যায় নাথ মরণের ভয়,
মায়া মুগ্ধ জীব চির মুগ্ধ হয়
তোমারি চরণ চুমি!
ভুলনা আমারে তুমি!


নাথ ভুল না আমারে তুমি!
যার কাছে যাই সেই ঘৃণা করে,
পাপী তাপী ব’লে কেহ না আদরে
“দুর দুর” ক’রে তাড়ায় আমারে,
ভিখারী উন্মাদ আমি!
তুমি দয়াময় পতিত পাবন,
তুমি ও কি মোরে করিবে বর্জ্জন!
তোমারি চরণে লই শরণ,
তুমি নাথ অখিলের স্বামী!
ভুল না আমারে তুমি!


নাথ, ভুল না আমারে তুমি,
অর্থের লালসা, প্রেমের পিপাসা
মিটীল না প্রাণে নিতি নব আশা,
কেবলি অতৃপ্তি কেবলি দুরাশা,
সকলি ত জান তুমি!
ভয়ে ভয়ে আজি তোমার দুয়ারে,
আসিয়াছি নাথ প্রাণ কাঁপে ডরে,
আমি পাপী তাপী ক্ষমা কর মোরে
হে প্রিয় প্রাণের স্বামী!
ভুল না আমারে তুমি!