প্রেম-সঙ্গীত


কোথা তুমি, প্রাণময়ি?-
ফুটন্ত ফুলের মালা!
এনেছি তোমারি তরে
বসন্তের ফুল-ডালা!
তুমি কি নিবে না তাহা
আদরে হৃদয়ে তুলি?
দিবে না জাগায়ে মোর
অতীতের স্মৃতি গুলি?


জীবন কি এই ভাবে
অতীতে মিশিয়ে যাবে!
প্রেমের নিকুঞ্জ বনে
তুমি আর নাহি গাবে?
তোমার সাধের বীণা
লও আজি করে তুলি!
গাও তবে প্রেম- গান
প্রাণের দুয়ার খুলি!


তোমার সে সুধা-তানে
ঝরিবে অমিয়-ধারা!
দয়েল কোয়েল শ্যামা
হইবে আপন হারা!
বাজিবে বীণার তারে
তব কণ্ঠ সুমধুর!
পাপিয়া তাহারি সনে
দিয়া যাবে সদা সুর!


প্লাবিয়া প্রেমিক-প্রাণ
ধীরে ধীরে- অতি ধীরে!
মিশিবে তোমার সুর,
সুদূর সাগরতীরে!
সেই সুরে একে একে
ফুটিবে সুরভি ফুল!
তটিনী গাহিয়া যাবে
কোথায় সে পাবে কুল!


আকাশে চন্দ্রমা তার
তব পানে চেয়ে রবে!
যেন তারা এই সুর
কোথাও শুনেছে কবে!
প্রকৃতি বিভোর হবে
তোমার এ প্রেম-তানে!
আকাশ ভরিয়া যাবে
তব এ বীণার গানে!


ঝরিবে মুকুতা-পুষ্প
চারি দিকে ঝুর ঝুর!
সমীরের মৃদু শ্বাসে
বাজিবে তোমারি সুর!
তারকার কোলে কোলে
ফুটিবে তোমারি হলি!
ফুলের সুরভি শাসে,
বাজিবে তোমারি বাঁশী!


এ বিশ্ব ভরিয়া যাবে
তোমারি মধুর গানে!
কবির প্রাণের বীণা
বাজিবে তোমারি তানে!
সংসার মরুভূ-মাঝে
ভূমি সুধা-নির্ঝরিণী!
আঁধার কবির- হৃদে
তুমি গো প্রেমের খনি!


তোমারি মঙ্গল গীতি
বিশ্ব ভরা কুলে কুলে!
তোমারি মুখের হাসি
ফুটে আছে ফুলে ফুলে!
তোমারি সে কেশগুচ্ছ
কাল কাদম্বিনী গায়!
তোমারি কটাক্ষ-বহ্নি
বিজলিতে সদা ভয়!


এস তবে, এস এস,
এস গো হৃদয়-মণি!
কবির হৃদয়-কুঞ্জে
তুমি যে গো ফুল-রাণী
এস প্রিয়ে,- প্রাণময়ি,
ধর এ প্রেমের মালা!
এনেছি তোমারি তরে
বসন্তের ফুল-ডালা!