সংসার


ভেবে দেখ ওরে মন এ সংসার পান্থশালা,
একদল আসে হায়,
অন্য দল চলে যায়,
স্বার্থ পূর্ণ এ জীবন দুদিনের ধূলা খেলা!


সারাটা জীবন তুমি কাটালে করিয়া হেলা,
চেয়ে দেখ অই হায়,
দিন তো চলিয়া যায়,
কি করিবে এবে আর, এ যে ঘোর সন্ধ্যা বেলা!


চেয়ে দেখ, হায় মন, অই যে ডুবিল রবি!
স্তরে স্তরে অন্ধকার
করি সব একাকার
গ্রাসিল ধরণী,- মরি প্রকৃতি-প্রকৃত ছবি!


কি ক’রে যাইবে তুমি জীবনের পর পারে,
কি আছে সম্বল বল,
সম্মুখে অনন্ত জল,
অসহায় একা তুমি এ ভব-জলধি-ধারে!


সে কথা স্মরণ করি আতঙ্কে কাঁপিছে হিয়া,
একাকী এ অন্ধকারে,
বল সঙ্গে লবে কারে,
কেমনে যাইবে তুমি এ ঘোর সমুদ্র দিয়া?


কত দরিদ্রের অন্ন সজোরে কাড়িয়া হায়!
পুত্র কন্যা পরিজনে
পালিয়াছ সযতনে,
অভাগারা অনাহারে কেঁদে কেঁদে মৃত প্রায়!


সে দিকে নয়ন তুলি চাওনি কখনো ফিরে!
নিজ সুখে মূঢ় মন,
ছিলে সদা অচেতন,
ভাবনি কি মর্ম্মব্যথা দরিদ্রের অশ্রনীরে!


তার কি যাইবে সাথে বলরে অবোধ মন!
যাহাদের তরে তুমি
ন্যায়ের পবিত্র ভূমি
হেলায় চরণ তলে দলিয়াছ অনুক্ষণ!


যাবেনা, সে আশা বৃথা, কিছুই না সাথে যায়!
তুমি কার, কে তোমার,
স্বার্থ ভরা এ সংসার,
সম্মুখে পশ্চাতে শুধু নিরাশার ছায়া হায়!

১০
কত আশা, কত সাধ ভেঙ্গেছ গড়েছ মন,
বল এ জীবনে হায়
কি সুখ পেয়েছ তায়?
কি তৃপ্তি লইয়া শেষে চলেছ তুমি এখন?

১১
সে কথা স্মরিতে হায় বুঝি আজি ব্যথা পাও,
এ সংসার কর্ম্মভূমি,
কি বীজ রুপেছ তুমি,
পশ্চাতে ফিরিয়া দেখ কি চিহ্ন রাখিয়া যাও!