তাজ মহল

হা তাজ, তুমিই ধন্য পাপ ধরাতলে!
তোমাতে নিহিত যাহা,
স্বর্গীয় জিনিস তাহা
খুঁজিলেও মিলেনা, এ মহীমণ্ডলে!
হা তাজ, তুমিই ধন্য পাপ ধরাতলে!


তুমিই ধন্য পাপ ধরাতলে!
তোমার প্রত্যেক অণু পরমাণু সবে
গভীর করুণ গান,
পবিত্র প্রেমের তান,
গাইছে সতত হায় নীরবে নীরবে,
হা তাজ, তুমিই ধন্য এ বিপুল ভবে!


অইযে যমুনা, অই মৃদু কল কলে
উদাস-উত্তপ্ত হৃদে
অবিশ্রান্ত কেঁদে কেঁদে
কি এক হতাশ ল’য়ে যাইতেছে চ’লে!
হা তাজ, তুমিই ধন্য পাপ ধরাতলে!


তুমিই ধন্য পাপ ধরাতলে।
শত কীর্ত্তিনাশা শত সমুদ্রের জলে
যুগ-যুগান্তরে আর
উঠিবো চিহ্ন তার
যে স্মৃতি জড়িত তব প্রস্তর ধবলে!
হা তাজ, তুমিই ধন্য পাপ ধরাতলে!


হা তাজ!
তোমার উজ্জ্বল ছবি দেখিলে নয়নে,
মনে পরে শাজাহান,
সে অতুল ধন মান,
আরো কত কথা হয় পরে এই মনে!
সৌন্দর্য্যের উৎস তুমি এ মর ভুবনে!


অবস্থার স্রোতে পড়ে মর্ম্মাহত প্রাণে
হতভাগ্য শাজাহান
কার কখা করি ধ্যান
কেটে ছিল সাত বর্ষ চেয়ে তব প্রাণে?
হা তাজ, তুমিই ধন্য এই ধরাধামে!


তোমার নির্জ্জন কক্ষে নীরবে বসিয়া
কত অশ্রু কত শ্বাস,
কত দুঃখ হা হুতাশ,
হতভাগ্য শাজাহান দিয়াছে ঢালিয়া!


দাম্পত্য প্রেমের তুমি চারু নিদর্শন,
তোমার পবিত্র মূর্ত্তি
জাগায় বিস্মৃত স্মৃতি
কবিত্ব-ভাণ্ডার তুমি, শান্তিনিকেতন!


সংসারের দুর্ব্বিসহ গভীর পীড়নে
প্রাণের আকুল শ্বাসে,
বসিলে তোমার পাশে,
অজ্ঞাতে বৈরাগ্য বহে পার্থিব জীবনে!
সংসারের সুখ দুঃখ থাকেনা এ মনে!

১০
সুশুভ্র চাঁদনি রাত্রে আকাশের তলে
কিযে শোভা ধর হায়,
ধ্যান-মগ্ন যোগী প্রায়,
পার্শ্বে কুসুমিত কুঞ্জ ফুল্ল ফুল দলে
পূজি ওচরণ খানি
আপনাকে ধন্য মানি
ব্যজনে তোমারে, কচি পল্লব শ্যামলে!
যমুনা নিরখি তাহা,
আত্মহারা প্রাণে আহা
লুটিয়া লুটিয়া পড়ে তব পদমূলে!
হা তাজ, তুমিই ঘন্য পাপ ধরাতলে!