আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

আধো আধো বোল
লাজে-বাধো-বাধো বোল
বলো কানে কানে।
যে কথাটি আধো রাতে
মনে লাগায় দোল-
ব’লো কানে কানে।।

যে কথার কলি সখি আজও ফুটিল না
শরমে মরম-পাতে দোলে আনমনা,
যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল-
বলো কানে কানে।।

যে কথা লুকায়ে থাকে লাজনত চোখে,
না বলিতে যে কথাটি জানাজানি লোকে,
যে কথাটি ধ’রে রাখে অধরের কোল-
বলো কানে কানে।।

যে কথাটি বলিতে চাহ বেশভূষার ছলে,
যে কথা দেয় বলে তব তনু পলে পলে,
যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল-
বলো কানে কানে।।

[ভৈরবী-পিলু-কার্ফা]


[এর সাথে ‘গুলবাগিচা গীতিনাট্য (১৯৪০) ও ”গানের মালা’ (১৯৩৪) গীতিকাব্য-র ‘আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল’ গাণের কিছুটা সাদৃশ্য রয়েছে কিন্তু কথায় ভিন্নতা রয়েছে।]