আদর-গরগর
বাদর দরদর,
এ তনু ডর ডর
কাঁপিছে থর থর।
নয়ন ঢলঢল
কাজল-কালো জল
ঝরে লো ঝর ঝর।।
ব্যাকুল বনরাজি শ্বসিছে ক্ষণে ক্ষণে,
সজনি! মন আজি গুমরে মনে মনে।
বিদরে হিয়া মম
বিদেশে প্রিয়তম
এ-তনু পাখি সম
বরিষা-জরজর।।
[শাওন- পোস্তা]
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
আদর-গরগর
বাদর দরদর,
এ তনু ডর ডর
কাঁপিছে থর থর।
নয়ন ঢলঢল
কাজল-কালো জল
ঝরে লো ঝর ঝর।।
ব্যাকুল বনরাজি শ্বসিছে ক্ষণে ক্ষণে,
সজনি! মন আজি গুমরে মনে মনে।
বিদরে হিয়া মম
বিদেশে প্রিয়তম
এ-তনু পাখি সম
বরিষা-জরজর।।
[শাওন- পোস্তা]