আজি আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম
তাঁর কদম মোবারকে লাখো হাজারো সালাম।
তওরত ইঞ্জিলে মুসা ঈসা পয়গম্বর
বলেছিলেন আগাম যাঁহার আসারি খবর
রব্বুলে দায়ের যাঁহার দিয়েছিলেন নাম
সেই আহমদ মোর্তজা আজি এলেন আরব ধাম।।
আদমেরি পেশানিতে জ্যোতি ছিল যাঁর
যাঁর গুণে নূহ তরে গেল তুফান পাথার
যাঁর নূরে নমরুদের আগুন হলো ফুলহার
সেই মোহাম্মদ মুস্তাফা এলেন নিয়ে দীন-ইসলাম।।
এলেন কাবার মুক্তিদাতা মসজিদের প্রাণ,
শাফায়াতের তরী এলে পাপী তাপীর ত্রাণ
দিকে দিকে শুনি খোদার নামের আজান
নবীর রূপে এলো খোদার রহমতেরি জাম।।