আজো ফাল্গুনে বকুল কিংশুকের বনে

আজো ফাগুনে বকুল কিংশুকের বনে
কহে কোন কথা নিশীথ স্বপনে আনমনে।।

মৃদু মর্মরে পথের পত্নবের সাথে
গাহে কোন গীতি নিশীথে পানসে জ্যোৎস্রাতে
খোঁজে কার স্মৃতি নীরস শুভ্র চন্দনে।।

গ্রহ চন্দ্রে কয়, সে কি গো মৃত্যুদ্বার খুলে
হয় সৃষ্টিপার গিয়াছে অমৃতের কূলে,
কাঁদে কোন্‌ শোকে পরম সুন্দরের সনে।