আকাশ পানে হতাশ আঁখি

আকাশ পানে হতাশ আঁখি চেয়ে থাকি নির্নিমিখ
‘লওহ’ ‘কলম’ বেহেশত-দোজখ কোথায় থাকে কোন সে দিক
অন্ধকারে পেলাম আলো, দরবেশ এক কইল শেষ-
‘লওহ’ ‘কলম’ বেহেশত-দোজখ তোরই মাঝে- নয় অলীক।

১৪৭