আমার ক্ষণিক জীবন হেথায় যায় চলে ঐ ত্রস্ত পায়

আমার ক্ষণিক জীবন হেথায় যায় চলে ঐ ত্রস্ত পায়
খরস্রোতা স্রোতস্বতী কিংবা মরু-ঝঞ্ঝা-প্রায়।
তারই মাঝে এই দু’দিনের খোঁজ রাখি না- ভাবনা নাই,
যে গত-কাল গত, আর যে আগামী-কাল আসতে চায়।

৭১