আমার রানি

আমার রানি (দীর্ঘায়ু হন দগ্ধে মারতে দাসকে তাঁর!)
হঠাৎ খেয়াল হল, দিলেন সস্নেহ এক উপহার!
গেলেন চলে অনুগ্রহের চাউনি হেনে! তার মানে-
‘তার চেয়ে ঐ নালার জলে দাও ভাসিয়ে প্রেম তোমার!’

১৮৩