আমার সকলি হরেছে হরি

আমার সকলি হরেছে হরি
এবার আমায় হরে নিও।
যদি সব হরিলে নিখিল-হরণ
তবে ঐ চরণে শরণ দিও।।

আমায় ছিল যারা আড়াল করে,
হরি তুমি নিলে তাদের হরে,
ছিল প্রিয় যারা গেল তারা,
হরি এবার তুমিই হও হে প্রিয়।।

[আশাবরী- কাওয়ালি]
(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)