আমার শ্যামা মায়ের কোলে চড়ে

আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে
জপি আমি শ্যামের নাম।
মা হলেন মোর মন্ত্র গুরু
ঠাকুর হলেন রাধা শ্যাম॥

ডুবে শ্যামা-যমুনাতে, মা খেলবো খেলা শ্যামের সাথে।
শ্যাম যবে মোরে হানবে হেলা, মা পুরাবে মনস্কাম॥

আমার মনের দোতারাতে, শ্যাম ও শ্যামা দুটি তার;
সেই দোতারায় ঝঙ্কার দেয়, ওঙ্কার রব অনিবার।
মহামায়া মায়ার ডোরে, আনবে বেঁধে শ্যাম-কিশোরে
আমি কৈলাসে তাই মাকে ডাকি, দেখবো সেথা ব্রজধাম॥