আমি কৃষ্ণচূড়া হতাম যদি

আমি কৃষ্ণচূড়া হতাম যদি,
হতাম ময়ুরপাখা। (সখা হে)
তোমার বাঁকা চুড়ায় শোভা পেতাম
ওগো শ্যামল বাঁকা।।

আমি হলে গোপী চন্দন, শ্যাম,
অলকা-তিলক হতাম,
শ্যাম-চাঁদমুখে
শ্রী-অঙ্গের পরশ পেতাম
হলে কদম-শাখা।।

আমি বৃন্দাবনের বন-কুসুম
হতাম যদি কালা,
তোমার কণ্ঠ ধরে ঝরে যেতাম
হয়ে বনমালা।
আমি নুপূর যদি হতাম হরি
কাঁদিতাম শ্রীচরণ ধরি
ব্রজধূলি হলে রইতো বুকে
চরণচিহ্ন আঁকা।।

(৭৪)