আমি পথভোলা ভিনদেশি গানের পাখী

আমি পথভোলা ভিনদেশি গানের পাখী
তোমাদের সুরের সভায়
এই অজানায় লহ গো ডাকি’॥

তোমরা বেঁধেছে বাসা যে তরু-শাখায়
আমারে বসিতে দিও তাহারি ছায়ায়
গাহিবার আছে আশা,
জানি না গানের ভাষা
তবু ভালোবাসা দিয়ে বাঁধ গো রাখী॥

মায়াময় তোমাদের তরুলতা, ফুল
তোমাদের গান শুনে’ পথ হ’ল ভুল।
যেন শতবার এসে’ জন্মেছি এই দেশে —
বন্ধু হে বন্ধু, অতিথিরে চিনিবে না-কি॥