আমি সন্ধ্যামালতী বন-ছায়া অঞ্চলে

আমি সন্ধ্যামালতী বন-ছায়া অঞ্চলে
লুকাইয়া রই ঘন পল্লব-তলে।।

বিহগের গীতি ভ্রমরের গুঞ্জন
নীরব হয় যখন
আমি চাঁদেরে তখন পূজা করি আঁখি-জলে।।

আমি লুকাইয়া কাঁদি বনের শকুন্তলা,
মনের কথা এ জনমে হল না বলা।

গভীর নিশীথে বন-ঝিল্লির সুরে
ডাকি দূর বন্ধুরে,
আমি ঝড়ে পড়ি যঁবে প্রভাতে সবার হৃদয়-মুকুল খোলে।।