আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়বো দোরে ট’লে

আমি শ্রান্ত হ’য়ে আস্ব যখন পড়্বো দোরে ট’লে
আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধর্বে কি ঐ কোলে?

বাড়িয়ে বাহু আস্বে ছুটে?
ধর্বে চেপে পরান-পুটে!
বুকে রেখে চুম্বে কি মুখ নয়ন-জলে গ’লে?
আমি শ্রান্ত হ’য়ে আস্ব যখন পড়্বো দোরে ট’লে।।

তুমি এতদিন যা দুখ দিয়েছ হেনে অবহেলা,
তা ভুলবে না কি যুগের পরে ঘরে-ফেরার বেলা?
বল বল জীবন-স্বামী,
সেদিনও কি ফির্ব আমি?
অন্তকালেও ঠাঁই পাব না ঐ চরণের তলে?
আমি শ্রান্ত হয়ে আস্ব যখন পড়্বো দোরে ট’লে

[ভীমপলাশী- মধ্যমান]