আমিনার কোলে নাচে হেলে দুলে
শিশু নবী আহমদ রূপের লহর তুলে।।
রাঙা মেঘের কাছে ঈদের চাঁদ নাচে-
যেন নাচে ভোরের আলো গোলাব গাছে।
চরণে ভ্রমরা গুঞ্জরে গুল ভুলে।।
(সে) খুশির ঢেউ লাগে আরশ কুরসি পাশে,
হাততালি দিয়ে হুরী সব বেহেশ্তে হাসে,
সুখে ওঠে কেঁপে হিয়া চরণ-মূলে।।
চাঁদনি-রাঙা অতুল মোহন মোমের পুতুল
আদুল গায়ে নাচে খোদার প্রেমে বেভুল
আল্লার দয়ার তোহ্ফা এলো ধরার কূলে।।
(জুলফিকার গ্রন্থের দ্বিতীয় খণ্ড হতে সংগৃহীত)