আর অনুনয় করিবে না কেউ

আর অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে।
আর দেখিবে না স্বপন রাতে গো কেহ কাদেঁ হাত ধরে।।
তব মুখ ঘিরে আর মোর দুনয়ন
ভ্রমরের মত করিবে না জ্বালাতন,
তব পথ আর পিছল হবে না আমার অশ্রু ঝরে।।

তোমার ভুবনে পড়িবে না আর কোনদিন ছায়া মম,
তোমার পূর্ণ চাদেঁর তিথিতে আসিব না রাহু-সম।

আর শুনিবে না করুণ কাতর
এই ক্ষুধাতুর ভিখারির স্বর,
আর শুনিবে না আর কাহারও রোদন রাতের আকাশ ভরে।।