আসে রে ঐ আসে ভারত-আকাশে

আসে রে ঐ আসে ভারত-আকাশে
আশা-অরুণ রবি।
মৃত জনগণে বাঁচাতে এলো যেন
নূতন প্রাণ-জাহ্নবী।।
তন্দ্রা-মগন জাগিছে জনগণ নব আশার মোহে
গলি পাষাণগিরি প্রাণ-নিঝর বহে,
শোভিল ফুলে ফলে শুষ্ক অটবি।।

নতুন দিনের পাখীরা ছুটে আসে শত
রঙের খেলা মুক্ত আকাশে।
ছুটিল দিকে দিকে ‘জয় ভারত’ গাহি
শত চারণ কবি।।

(১৪৩)