বাদল ঝরঝর আসিল ভাদর

বাদল ঝর ঝর আসিল ভাদর
বহিছে তরলতর পুবালি পবন।
মেঘলা যামিনী-দামিনী চমকায়
কালো মেয়ের ভীরু প্রেমের মতন।।

আমি ভুলে গেছি, মেঘেরা ভোলেনি
সেই কালো চোখ, সেই বিনুনী-বেণী,
প্রিয়ার দূতীসম, স্বরণে আনে মম
এসেছিল একদিন এমন শুভ-লগন।।

আর কিছু ছিল কি, ছিল নাতো স্মরণে,
শুধু জানি দুই জন ছিনু এই ভুবনে,
সহসা মোদের মাঝে ছুটে এলো পারাপার
কে কোথায় হারাইনু কূল নাহি পেনু আর;
মনে পড়ে বরষায়, তার সেই অসহায়
বিদায়-বেলার আঁখি অশ্রু-সঘন।।

(৭৩)