বাঁশী বাজাবে কবে আবার বাঁশরিওয়ালা

বাঁশী বাজাবে কবে আবার
বাঁশরিওয়ালা
তব পথ চাহি ভারত-যশোদা
জাগে নিরালা॥

কৃষ্ণা-তিথির তিমিরহারী
শ্রীকৃষ্ণ এসো এসো মুরারি,
ঘরে ঘরে আজ পুতনা
ভীতি হানিছে, কালা॥

কংস-কারার ভাঙো ভাঙো দ্বার
দেবকীর বুকের পাষাণ-ভার,
নামাও নামাও;
যুগ যুগ সম্ভব পুর্ণাবতার।
নিরানন্দ এ দেশ হাসুক আবার —
আনন্দে, নন্দলালা॥