বিরহের গুলবাগে মোর ভুল করে আজ

বিরহের গুলবাগে মোর ভুল করে আজ
ফুটল কি বকুল।
অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে
এলে কি বুলবুল।।

এলে কি পথ ভুলে মোর আঁধার রাতে
ঘুম-ভাঙানো চাঁদ,
অপরাধ ভুলেছ কি, ভেঙেছ কি
অভিমানের বাঁধ।

প্রদীপ নিভে আসে ইহারি ক্ষীণ আলোকে,
দেখে নিই শেষ দেখা যত সাধ আছে চোখে,
মরণ আজ মধুর হলো পেয়ে তব চরণ রাতুল।।

হে চির-সুন্দর মোর, বিদায়-সন্ধ্যা মম
রাঙালে রাঙা রঙে উদয়-ঊষার সম,
ঝরে পড়ুক তব পায়ে আমার এ জীবন-মুকুল।।

[পাহাড়ি মিশ্র- রূপক]