বলেছিলে ভুলিবে না মোরে

বলেছিলে ভুলিবে না মোরে
ভুলে গেলে হায় কেমন ক’রে।।

নিশীথের স্বপনে কে যেন কহে
ধরণীর প্রেম সে কি স্মরণে রহে
ফুলের মতন ফুটে যায় যে ঝ’রে।।

বোঝে না বিরহী মন অসহায়
যত নাহি আয় তত জড়াইতে চায়।

যত দূরে যাও তত তব গাওয়া গান
কেন স্মৃতিপথে এসে কাঁদায় প্রাণ?
আঁখিতে দেখি না, দেখি আঁখির লোরে।।

(৯)