বল্লরী-ভুজ-বন্ধন খোলো

বল্লরি-ভুজ-বন্ধন খোলো!
অভিসার-নিশি অবসান হলো।।

পাণ্ডুর চাঁদ হেরো অস্তাচলে
জাগিয়া শ্রান্ত-তনু পড়েছে ঢলে,
মিলনের মালা ম্লান বক্ষতলে,
অভিমান-অবনত আঁখি তোলো।।

উতল সমীর আমি ক্ষণিকের ভুল,
কুসুম ঝরাই আমি ফোটাই মুকুল!

আলোকে শুকায় মোর প্রেমের শিশির,
দিনের বিরহ আমি মিলন নিশির,
হে প্রিয় ভীরু এ স্বপন-বিলাসীর
অকরুণ প্রণয় ভোলো ভোলো।।

[ভৈরবী-কাওয়ালি]