বন-বিহারিণী চপল হরিণী

বন-বিহারিণী চপল হরিণী
চিনি আঁখিতে, চিনি কানন
নটিনী রে।।

ছুটে চলে যেন বাঁধ ভাঙ্গা
তটিনী রে।।

নেচে নেচে চলে ঝর্ণার
তীরে তীরে
ছায়াবীথি-তলে কভু ধীরে চলে,
চকিতে পালায় ছুটি, ছায়া হেরি,
গিরি-শিরে।।

নাটক: ‘সাবিত্রী’