বন-ফুলের তুমি মঞ্জরি গো

বন-ফুলের তুমি মঞ্জরি গো
তোমার নেশায় পথিক-ভ্রমর
ব্যাকুল হ’ল গুঞ্জরি’ গো॥

তুমি মায়ালোকের নন্দিনী, নন্দনের আনন্দিনী
তুমি ধূলির ধরার বন্দিনী,
যাও গহন কাননে চঞ্চলি’ গো॥

মৃদু পরশ-কুন্ঠিতা তুমি বালিকা
বল্লভ-ভীতা পল্লব অবগুণ্ঠিতা মুকুলিকা।

তুমি প্রভাত বেলায় মঞ্জরি লাজে সন্ধ্যায় যাও ঝরি’
অরণ্যা-বল্লরি শোভা, ফুল্ল-পল্লী-সুন্দরী॥