বন্ধু পথ চেয়ে চেয়ে

বন্ধু পথ চেয়ে চেয়ে
আকাশের তারা পৃথিবীর ফুল গণি
বন্ধু ফুল পড়ে ঝ’রে, তারা যায় ম’রে
এলো না হৃদয়-মণি
ফিরে এলো না হৃদয়-মণি॥

কত নদী পেল খুঁজিয়া সাগর
আমিই পাই না তোমার খবর
বন্ধু সকলেরি চাঁদ ওঠেরে
আমারি চির আঁধার রজনী॥

যমুনার জলও শুকায় রে বন্ধু
আমার শুকায় না আঁখি-বারি
এত কান্দন কাঁদিলে গোকূলে
হতাম-ব্রজ-কুমারী, বন্ধু-
হতাম রাধা প্যারী।

মহা পারাবার তারও আছে পার
আমার দুখের পার নাহি আর
বন্ধু মণি না পাইনু বৃথায় পুষিনু
কাল বিরহের ফণি
পুষিনু কাল বিরহের ফণি॥