বন্দী বোঁটায় কইল কুসুম

বন্দী বোঁটায় কইল কুসুম,
থাকত যদি শক্তি আমার
পালিয়ে যাবার রাস্তা পেলে
পালিয়ে যেতাম দূর বন-পার।
বিনা অপরাধেই মোরে
এমন করে জ্বালায় যদি,
সত্যিকারের দোষী হলে
না জানি সে করত কী আর।।

৭১