বনে যায় যায় আনন্দ-দুলাল

বনে যায় যায় আনন্দ-দুলাল।
বাজে চরণে নূপুরের রুনুঝুনু তাল॥

ও কি নন্দদুলাল,
ও কি ছন্দদুলাল
ও কি নন্দন-পথ, ভোলা নৃত্য-গোপাল॥

তার বেণুরবে ধেনুগণ আগে যেতে পিছে চায়,
ভক্তের প্রাণ গ’লে উজান বহিয়া যায়,
এসো লুকিয়ে দেখিতে এলো দেবতার দল
হ’য়ে কদম-তমাল॥

ব্রজ-গোপিকার প্রাণ তার চরণে নূপুর
শ্রীমতী রাধিকা তার বাঁশীর সুর,
সে যে ত্রিলোকের স্বামী তাই ত্রিভঙ্গ-রূপ
করে বিশ্বের রাখালি সে চির-রাখাল॥