বনে মোর ফুটেছে হেনা চামেলি যূথী বেলি

বনে মোর ফুটেছে হেনা চামেলি
যুঁথী বেলি।
এসো এসো কুসুম-সুকুমার
শীতের মায়া-কুহেলি অবহেলি।।

পরানে দেয় দোলা দেয় দোলা দেয় দোলা
উতলা দখিন হাওয়া,
কোকিল কুহরে কুহু কুহু স্বরে,
মদির স্বপন-ছাওয়া।
হাসে গীত-চঞ্চল জোছনা-উজল
মাধবী রাতে
এসো এসো যৌবন-সাথী
ফুল-কিশোর, চিতচোর, দেবতা মোর!
মম লাজ অবগুণ্ঠন ঠেলি।।

[জংলা- দাদ্‌রা]
(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)