বনের ময়ুর কোথায় পেলি এমন চিত্র-পাখা

বনের ময়ুর কোথায় পেলি এমন চিত্র-পাখা
তোর পাখাতে হরির শিখী-পাখার স্মৃতি আঁকা।।

তারি মত হেলে দুলে
নাচিস রে তুই পেখম খুলে
তনুতে তোর শ্যামের আঁখির নীলাঞ্জন মাখা।।

হারিয়ে নওল কিশোরেরে দিবানিশি ঝুরি’
তাই কি শ্যামের বিভূতি তুই আনলি করে চুরি।
সান্ত্বনা কি দিতে মোরে
শ্যাম রেখে গেছে তোরে,
তাই তো তোরে হেরি, ওর যায় না কাঁদন রাখা।।

(৭৬)