বর্ণচোরা ঠাকুর এল রসের নদীয়ায়

বর্ণচোরা ঠাকুর এল রসের নদীয়ায়।
তোরা দেখবি্ যদি আয়
তারে কেউ বলে শ্রীমতি রাধা, কেউ বলে সে শ্যামরায়॥

কেউ বলে তার সোনার অঙ্গে
রাধা-কৃষ্ণ খেলেন রঙ্গে;
ওগো কেউ বলে তায় গৌর-হরি কেউ অবতার বলে তায়॥

তার ভক্ত তারে ষড়ভুজ শ্রী নারায়ণ বলে,
কেউ দেখেছে শ্রীবাসের ঘরে কেউ বা নীলাচলে।

দুই হাতে তার ধনুর্বাণ ঠিক যেন শ্রীরাম,
দুই হাতে তার মোহন বাঁশী যেন রাধা-শ্যাম,
আর দু’হাতে দণ্ড ঝুলি নবীন সন্ন্যাসীরই প্রায়॥