ব্যথিত প্রাণে দানো শান্তি

ব্যথিত প্রাণে দানো শান্তি, চিরন্তন, ধ্রুব-জ্যোতি।
দুখ-তাপ-পীড়িত-শোকার্ত এই চিত
যাচে তব সান্ত্বনা ত্রিভুবন-পতি॥

বেদনা যাতনা ক্লেশ মুক্ত কর
বিপদ নিবার, সব বিঘ্ন হর
আঁধার পথে তুমি হাত ধরো,
প্রভু অগতির গতি॥

সকল গ্লানি হ’তে হে নাথ বাঁচাও,
চিত্তে অটল প্রসন্নতা দাও
যেন সুখে ও দুখে সদানন্দে থাকি
অবিচল থাকে যেন তব পদে মতি॥