ধর হাত, নামিয়া এসো শিব-লোক হতে

ধর হাত, নামিয়া এসো শিব-লোক হতে।
শিব-ভিখারি পড়িয়া আছি অশিব মায়া-পথে।।

চরণে পাইতে নারি
মায়ার সাথে কেবলই হারি
তুমি আসিয়া তুলিয়া লহ ধ্রুব-জ্যোতির রথে।।

বারে বারে জ্ঞান-দীপ যায় নিভিয়া ঝড়ে
তমসা-ভীত চিত্ত মম কাঁপে তোমার তরে।
জন্ম ও মৃত্যুর
যাতন মম কর দুর-
আর ভাসিতে নারি তৃণসম জোয়ার-ভাটা স্রোতে।।

(১৮)