দুখের সাহারা পার হয়ে আমি চলেছি ক্বাবার পানে।
পড়িব নামাজ মা’রফাতের আরফাত ময়দানে।।
খোদার ঘরের দিদার পাইব, হজ্জের পথের জ্বালা জুড়াইব,
(মোর) মুর্শিদ হয়ে হজরত পথ দেখান সুদূর পানে।।
রোজা রাখা মোর সফল হইবে, পাবো পিয়াসার পানি;
আবে জম্জম্ তৌহিদ পিয়ে ঘুচাব পথের গ্লানি।
আল্লার ঘর তওয়াফ করিয়া কাঁদিব সেথায় পরান ভরিয়া,
ফিরিব না আর, কোরবানি দেবো এই জান সেইখানে।।