পুরুষ: এলে তুমি কে কে ওগো
তরুণা-অরুণা-করুণা সজল চোখে।।
স্ত্রী: আমি তব মনের বনের পথে
ঝিরি ঝিরি গিরি-নির্ঝরিণী
আমি যৌবন-উন্মনা হরিণী মানস-লোকে।।
পুরুষ: ভেসে যাওয়া মেঘের সজল ছায়া
ক্ষণিক মায়া তুমি প্রিয়া,
স্বপনে আসি’ বাজায়ে বাঁশী
স্বপনে যাও মিশাইয়া।।
স্ত্রী: বাহুর বাঁধনে দিইনে ধরা,
আমি স্বপন-স্বয়ম্বরা।।
সঙ্গীতে জাগাই ইঙ্গিতে ফোটাই
তোমার প্রেমের জুঁই-কোরকে।।
পুরুষ: এস নেমে আমার মাটির কুটীরে
কঙ্কণ-তালে ডালিম-ডালে
নাচাবে ময়ুর ময়ুরী দুটিরে।
স্ত্রী: চেয়ো না বন্ধু নামাতে মাটিতে
আসিবে উজান চলে যাব ভাটিতে।
উভয়ে: আধেক প্রকাশ আধেক গোপন
আধো জাগরণ আধেক স্বপন
খেলিব খেলা ছায়া-আলোকে।।
(৬৯)