এসো মুরলীধারী বৃন্দাবন-চারী

এসো মুরলীধারী বৃন্দাবন-চারী
গোপাল গিরিধারী শ্যাম।
তেমনি যমুনা বিগলিত-করুণা,
কুলু কুলু কুলু-স্বরে ডাকে অবিরাম।।

কোথায় গোকুল-বিহারী শ্রীকৃষ্ণ
চাহিয়া পথ-পানে ধরণী সতৃষ্ণ,
ডাকে মা যশোদায় নীলমণি
আয় আয় ডেকে যায় নন্দ শ্রীদাম।।

ডাকে প্রেম-সাধিকা আজো শত রাধিকা
গোপ-কোঙারি,
এসো নওল-কিশোর কুল-লাজ-মান-চোর
ব্রজ-বিহারী!
পরি সেই পীতধরা, সেই বাঁকা শিখী-চূড়া
বাজায়ে বেণূ
আরবার এস গোঠে, খেল সেই ছায়া-বটে,
চরাও ধেনু।
কদম তমাল-ছায়ে এস নূপুর পায়ে
ললিত বঙ্কিম ঠাম।।

[মান্দ্‌-কার্ফা]
(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)