ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল

ফুলের মতন ফুল্ল মুখে
দেখছি এ কী ভুল।
হাসির বদল দুলছে সেথায়
অশ্রুকণার দুল।।

রোদের দাহে বালুচরে
মরা নদী কেঁদে মরে,
গাইতে এসে কাঁদছে বসে
বাণ-বেঁধা বুলবুল।।

ভোর গগনে পূর্ণ চাঁদের
এমনি মলিন-মুখ,
ঝড়ের কোলে এমনি দোলে
প্রদীপ-শিখার বুক।

ম্লান-মাধুরী মালার ফুলে
এম্‌নি নীরব কান্না দুলে,
করুণ তুমি বিসর্জনের
দেবীর সমতুল।।

[আশাবরী-দাদ্‌রা]