ঘুমায়েছে ফুল পথের ধূলায়

ঘুমায়েছে ফুল পথের ধূলায়
জাগিয়ো না উহারে ঘুমাইতে দাও।
বনের পাখী ধীরে গাহ গান
দখিনা হাওয়া ধীরে ধীরে বয়ে যাও।।

এখনো শুকায়নি চোখে তার জল,
এখনো আঁধারে হাসি ছলছল,
প্রভাত-রবি শুকায়ো না তায়
ধীরে কিরণে তাহার নয়নে চাও।।

সামলে পথিক ফেলিয়ো চরণ,
ঝরেছে হেথায় ফুলের জীবন,
ভুলিয়া দল না ঝরা পাতাগুলি
ফুল-সমাধি থাকিতে পারে হেথাও।।

[দেশ- কাওয়ালি]