গোঠের রাখাল, বলে দে রে

গোঠের রাখাল, বলে দে রে কোথায় বৃন্দাবন।
যথা রাখাল–রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ॥

যথা দিনে রাতে মিলন–রাসে
চাঁদ হাসে রে চাঁদের পাশে,
যা’র পথের ধূলায় ছড়িয়ে আছে শ্রীহরি–চন্দন॥

যথা কৃষ্ণ–নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়,
যা’র তমাল–বনে আজো মধুর কানুর (গো) নূপুর শোনা যায়।

আজো যাহার কদম ডালে
বেণু বাজে সাঁঝ–সকালে,
নিত্য লীলা করে যথা মদন–মোহন॥