হায় পলাশি

হায় পলাশী!
এঁকে দিলি তুই জননীর বুকে কলঙ্ক-কালিমা রাশি
পলাশী, হয় পলাশী।।
আত্মঘাতী স্বজাতি মাখিয়া রুধির কুমকুম।
তোরই প্রান্তরে ফুটে ঝরে গেল পলাশ কুসুম।
অেরই গঙ্গার তীরে পলাশ-সঙ্কাশ সূর্য ওঠে যেন
দিগন্তু উদ্ভাসি।।

(১৫৭)