হে মাধব, হে মাধব, হে মাধব!
তোমারেই প্রাণের বেদনা কব—
তোমারি শরণ লব॥
সুখের সাগরে লহরি সমান
হিল্লোলি উঠে’ যেন তব নমি গান
দুঃখে শোকে কাঁদে যবে প্রাণ—
যেন নাম না ভুলি তব॥
তুমি ছাড়া বিশ্বে কাহারও কাছে,
এ প্রাণ যেন কিছু নাহি যাচে
যেন তোমারি অধিক কেহ প্রিয় নাহি হয়
বিশ্ব-ভুবনে যেন হেনি তুমিময়,
কলঙ্ক-লাঞ্ছনা যত বাধা ভয়
তব প্রেমে সকলি স’ব॥