হে নামাজি! আমার ঘরে নামাজ পড় আজ

হে নামাজি! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয়-জায়নামাজ।।
আমি গুনাহগার বে-খবর
নামাজ পড়ার নাই অবসর,
তব চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।।

তোমার ওজুর পানি মোছ আমার পিরাণ দিয়ে,
আমার এ-ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।।
যে শয়তানের ফন্দিতে, ভাই,
খোদায় ডাকার সময় না পাই,
সেই শয়তান যাক দূরে, শুনে তকবিরের আওয়াজ।।


(জুলফিকার গ্রন্থের দ্বিতীয় খণ্ড হতে সংগৃহীত)