হেলে দুলে নীর ভরণে ও কে যায়

হেলে দুলে নীর ভরণে ও কে যায়।
ছল করে কলসি নাচায় (কিশোরী)।।

দুলে দোদুল তনু-লতা বাহু দোলে,
দুলে অঞ্চল চঞ্চল বায়।
দুলে বেণী, দুলে চাবি আঁচলায়।।

নাচে জল-তরঙ্গে তটিনী রঙ্গে
জলদ দাদরা বাজায়।
মম পরান নূপুর হতে চায় (তার পায়)।।

[বেহাগ ধাম্বাজ-দাদরা]
(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)