হুরি বলে থাকলে কিছু- একটি হুরি

হুরি বলে থাকলে কিছু- একটি হুরি, মদ খানিক
ঘাস-বিছানো ঝর্ণাতীরে, অল্প-বয়েস বৈতালিক-
এই যদি পাস, স্বর্গ নামক পুরনো সেই নরকটায়
চাসনে যেতে, স্বর্গ ইহাই স্বর্গ যদি থাকেই ঠিক।

৬২